ম্যাক নিউজ ডেক্স।।
চেয়ারম্যান পদে উপনির্বাচন : সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়। এতে সাংবাদিক, ক্যামেরাপারসন, কেন্দ্রের এজেন্ট ও গাড়ি চালকসহ ছয়জন আহত হন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোট চলাকালে উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিল্লাল নামের একজনকে আটক করে।
সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে নৌকার সমর্থকরা অবস্থান নেন। সাংবাদিকদের একটি টিম দুলালপুর কেন্দ্রে যাওয়ার পর নৌকা প্রার্থীর অর্ধশতাধিক কর্মী-সমর্থক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হন জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, মাই টিভির ক্যামেরাপারসন বাপ্পী ও একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন জহিরুল হক বাবু। এছাড়া হামলায় ওই কেন্দ্রের আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট কিশোর সরকার, মনির হোসেন ও গাড়ি চালক আহত হন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, এ হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। আশিক নামের এক সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আহত সাংবাদিক জহিরুল হক বাবু বলেন, পরিস্থিতি দেখে মনে হয়েছে ধারালো অস্ত্র ও লাঠিসোটা আগেই প্রস্তুত করে রাখা ছিল। আমাদের গাড়ি দেখে ‘ভোটকেন্দ্রে সাংবাদিক কেন’ এ কথা বলেই অর্ধশতাধিক লোক প্রথমে আমাদের গাড়ি ভাঙচুর করে। গাড়ি থেকে আমরা নেমে যাওয়ার পর আমাদের ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর মোবাইল ফোনে কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি নাজমুল হক জানান, দুলালপুর ভোটকেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।