নিউজ ডেস্ক।।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউস থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত অবৈধভাবে ফুটপাত দখলকারীদেরকে অর্থদন্ড প্রদান ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী একটি ব্যাটলিয়ন টিম নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় রাজগঞ্জ বাজারের সভাপতি তফাজ্জল মিয়া উপস্থিত ছিলেন।

এসময় যারা অবৈধভাবে ফুটপাত দখল করেছিল এমন ৮টি দোকানকে উচ্ছেদসহ দন্ডবিধি ১৮৬০এর ২৯০/৯১ ধারায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ বলেন, অন্যান্য জেলার ন্যায় কুমিল্লাকেও একটি সুন্দর জেলায় পরিণত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। সাধারণ জনগণের চলাচলে যেন বাধা সৃষ্টি না হয় সে জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখলকরীদের থেকে ফুটপাত দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *