নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ক্লাব কার্যালয়ে বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, বর্তমান সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, সদর দক্ষিণ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম, কুমিল্লা ন্যাশনাল ক্লাব সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সুমন,অর্থ বিষয়ক সম্পাদক হৃদয় হাসেম, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল তুহিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি,সদস্য তোফায়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।