অনলাইন ডেস্ক:
চলন্ত গাড়িতে চালকের ঘুমের কারণে দেশের সড়কগুলোতে ঝড়ছে বহু প্রাণ। খালি হয়েছে অনেক মায়ের বুক। তবে এবার সেই দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ।
শুক্রবার, ঘড়িতে তখন রাত ৩টা। চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে দূর-দূরান্তগামী নৈশকোচ ও মালবাহী ট্রাকগুলোকে সংকেত দিয়ে থামাচ্ছেন পুলিশ সদস্যরা। এরপর চালক ও সহকারীদের নামিয়ে গরম পানিতে মুখ ধুইয়ে চা-কফি ও বিস্কুটের পাশাপাশি দিচ্ছেন দুর্ঘটনা রোধে নানা পরামর্শ।