অনলাইন ডেস্ক।।
বাজে সময় পার করছেন পৃথ্বী শ। ব্যাটে রান নেই ২১ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারের। আইপিএলে ব্যর্থ ছিলেন। অস্ট্রেলিয়া সফরেও এখন পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। তাই নানা সমালোচনার শিকার হতে হচ্ছে ভারতের ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব সমালোচনা নিয়ে মুখ খুলেছেন পৃথ্বী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের এই ওপেনার ০ এবং ৪ রান করেন। শুধু তাই নয়, সহজ ক্যাচও তার হাত গলে পড়ে।
ব্যাটিংয়ে পৃথ্বীর খারাপ ফর্ম অবশ্য বছরের শুরু থেকেই। নিউজিল্যান্ড সফরে ৪ ইনিংসে ৯৮ রান করেন তিনি। এবার অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেও ৪ ইনিংসে করেন মাত্র ৬২ রান।
সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তার আউট হওয়ার ধরন নিয়ে। প্রশ্ন উঠেছে তার টেকনিক নিয়ে। অ্যাডিলেডে দুই ইনিংসেই তার ব্যাট এবং প্যাডের মাঝখানে বিস্তর ফাঁক থাকায় একবার মিচেল স্টার্কের বলে এবং একবার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৬টি বল খেলেছেন।
তবে সমালোচনার মুখে পৃথ্বী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কখনো কখনো এ রকম হয় যে, আমি কিছু একটা করতে চাইছি, আর সেটা করার ক্ষেত্রে লোকজন একেবারেই উদ্বুদ্ধ করছে না। এর অর্থ একটাই, কাজটা আমি করতে পারি, তারা পারে না।’