নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর টমছমব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।
এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ও মাস্ক না পড়ায় বিভিন্ন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমছমব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয় এবং অবৈধভাবে দখল করে নির্মিত দ্বিতল ভবনের একটি হোটেল ভেঙ্গে ফেলা হয়।
জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী জানান, যানজট মুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।