প্রেস রিলিজ:
কুমিল্লার দাউদকান্দি হতে মাইক্রোবাসে করে ফেন্সিডিল পরিবহনকালে ৬ শত ৮২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে দাউদকান্দি থানাধীন ২য় গোমতি সেতুর টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি মাইক্রোবাসে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময় উক্ত মাইক্রোবাস তল্লাশি করে ৬ শত ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া সবুজ (২৫) ও কুমিল্লা বুড়িচং থানাধীন ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)।
আটককৃতদেরকে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।