█▒▒▒ ফারুক আজম ▒▒▒█
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার “নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস)” এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইটা ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা পূর্বক নগদ আদায় করা হয়েছে।
অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক শওকত আরা কলি। ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইট ভাটা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।