█▒▒▒ ম্যাক নিউজ ডেক্স ▒▒▒█
ঢাকা –চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকা গামি আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে ।
রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টা ৪১ মিনিটের সময় ট্রেনটি নাঙ্গলকোট অতিক্রম করেন। এসময় ট্রেনের ধাক্কায় তার দেহের বিভিন্ন অংশ রেলপথে ছড়িয়ে থাকে। নাঙ্গলকোট রেলষ্টেশন মাষ্টার এস এম মাহবুব হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ৭৮৭ সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলের সকল বিভাগে জানানো হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি,লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন।