█▒▒▒ ফারুক আজম ▒▒▒█


জাতীয় পার্টি কারো ক্ষমতার সিঁড়ি হতে পারেনা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর উন্নয়নের সুফল জাতি আজও ভোগ করে আসছে। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কুমিল্লায় জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।মহানগরের ১৮ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বাকী ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করে ফেব্রুয়ারীতে বড় আকারে সম্মেলনের মাধ্যমে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।জনগণকে জাতীয় পার্টির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নানের সভাপতিত্বে কমিল্লা টাউনহল জাতীয়পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম মেম্বার ও অতিরিক্ত মহাসচিব চট্টগ্রাম বিভাগ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া,ভাইস চেয়ারম্যান মৌলভী মোহাম্মদ ইলিয়াস, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, ভাইস চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফুর রেজা খোকন, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন, দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এর আহমেদ সেলিম, সৈয়দ ইফতেখার আহসান হাসান,কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দোল কবির মোহন।অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী নজমুল ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আব্দুল হালিম, ছাত্রসমাজের আহ্বায়ক নাসির উদ্দিন হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *