█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়,কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। সামর্থ্য ভাগাভাগি করে একে অপরের দুঃখের সাথী হওয়া সম্ভব।
সংবিধান অনুযায়ী দেশের সকল নাগরিক সমান মৌলিক অধিকার পাবে। কিন্তু প্রান্তিক এই জনগোষ্ঠীর মানুষকি সেই মৌলিক অধিকার পাচ্ছে? পরিবার দ্বারা নিপিড়ীত, সমাজ দ্বারা নিপিড়ীত এবং রাস্ট্র দ্বারাও নিপীড়িত এই মানুষগুলো।
ছাত্র ফেডারেশন কুমিল্লা সব সময় চেষ্টা করেছেন তাদের পাশে দ্বাড়ানোর জন্য।স্বল্প সামর্থ্য নিয়ে করোনায়ও তাদের পাশে ছিলাম।এখন শীতেও চেষ্টা করেছি পাশে দ্বাড়ানোর।
সর্দারনী মৌসুমি আপা বলেন সবাই দূরে দূরে থাকে। এভাবে তাদের ঘরে বসে তাদের সাথে কেও কখনো কথা বলেনি।
ছাত্রদেরকে মন থেকে দোয়া করেছেন মৌসুমি আপা সহ সকল হিজড়া সম্প্রদায়ের বন্ধুগণ।
আমাদের জন্য দিনটি ছিলো অন্যরকম। স্রষ্টাকে দেখিনি। কিন্তু তাদের আশির্বাদে অনুভব করেছি।
সেই সাথে যারা যারা অর্থ এবং শ্রম দিয়ে পাশে ছিলেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।