█▒▒▒ম্যাক নিজজ▒▒▒█

বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিল সহ মাদক এক কারবারি আটক।

জনাব মোঃ মোজাম্মেল হক, পিপিএম, অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নির্দেশে অদ্য ২৯/১২/২০২০ খ্রিঃ ১৬.০৫ ঘটিকার সময় এসআই/সুজয় কুমার মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন পাঁচোড়া সাকিনস্থ আশকর আলীর পুকুরের পশ্চিম-দক্ষিন কোনে কাঁচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২৩), পিতা- আব্দুল করিম, মাতা- আমেনা বেগম, গ্রাম- রহিমপুর (সিকদার বাড়ী) , থানা- মুরাদনগর, কুমিল্লাকে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *