█▒▒▒ম্যাক নিউজ▒▒▒█
কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার সকাল পৌনে সাতটার দিকে নগরীর শাসনগাছা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মুন্সির বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। আহতরা হলেন ফরিদের স্ত্রী পেয়ারা বেগম, মেয়ে আঁখি এবং ভাগ্নে সিএনজি চালক রকিবুল।
তারা চিকিৎসার জন্য দেবিদ্বার থেকে কুমিল্লা সদরে আসছিলেন।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজি জানান চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রেললাইনে উঠে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যায়।
তিনি আরও জানান, হাসপাতালে নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়। বাকিরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।