█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
কুমিল্লা নগরীর কাটাবিলে অজ্ঞাত ব্যক্তির লা’শ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখন পাওয়া যায় নি। আনুমানিক বয়স ৬০ ।
বৃহস্পতিবার ভোর থেকে ১৫ নং ওয়ার্ড কাটাবিল গাঙ্গলী মাঠের ডোবায় ( বর্তমান রূপায়ন আবাসন)লা’শ পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে এসে লা’শ দেখতে পায়, তারপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার চকবাজার ফাঁড়ির এএসআই জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, লা’শ উদ্ধারের প্রস্তুতি চলছে। এখনও পরিচয় পাওয়া যায়নি, মুখে সাদা দাড়ি রয়েছে। লা’শ উদ্ধার করে ময়না তদন্তের পর জানা যাবে হত্যাকান্ড নাকি অন্যকিছু। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই টিম আসছে