▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ-এর উদ্যোগে গতকাল শনিবার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি,
তিনি তার প্রধান অতিথির বক্তব্যে
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যাবে না। জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে আমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানসম্মত শিক্ষার মধ্য দিয়ে দক্ষ কারিগর তৈরি করতে পারেন শিক্ষকরাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ ছালাহ উদ্দীন চৌধুরী.
ঢাকা বিভাগের কমিশনার মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ,
উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মেয়র এড. শিব শংকর দাস, সহকারি পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন,আ’লীগ এর সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন আক্তার,
জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ। ২১৯টি প্রাথমকি বিদ্যালয়ের মধ্যে ১ম পর্যায়ে এ সেমিনারে উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এস,এম,সি’র সভাপতি, পি,টি,এ’র সভাপতিরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ে সাবেক মহাপরিচালক বর্তমানে ঢাকা বিভাগের কমিশনার মোঃ খলিলুর রহমান করোনাকালীন সময়ে শিক্ষাব্যবস্থার উপর সরকারের চলমান পদ্ধতির সুফল বর্ণনা করে বলেন, শিশুদের জীবনের মূল্যের উপর গুরুত্ব দিয়ে তাদের স্কুলে আসা বন্ধ করেছি, কিন্ত স্কুল বন্ধ করিনি,স্কুল খোলা শিক্ষকরা স্কুলে যাবেন ,স্কুলে বসে ছাত্র/ছাত্রীদের সাথে যোগাযোগ স্থাপন এবং তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শিশুদের আধুনিক প্রযুক্তিতে শিক্ষা প্রদান করতে হবে। তিনি শিক্ষকদের শুদ্ধ ভাষা ব্যবহার ও সঠিক উচ্চারণের উপর গুরুত্ব আরোপ করেন। পরে তিনি শিক্ষকদের ক্লাশ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *