█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
২দিন আগেই ফেসবুকে স্টাটাস দিয়ে বিদায় জানিয়েছিল পৃথিবীতে থেকে। আজ রবিবার সকালে নিজ ঘর থেকে কিশোর আরাফ মজুমদার এর লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ। ধারনা করা হচ্ছে দুদিন আগেই সবার অগোচরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।
পরিবারের লোকজনের ধারনা ছিলো আরাফ হয়তো অভিমান করে নানার বাড়িতে রয়েছে। আরাফ মজুমদার বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির ঘোষনগর (দঃ) (হাজী সমেদ আলী বাড়ি) এলাকার মফিজুল ইসলাম এর ছেলে। ঠিক কি করানে আরাফ আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। রবিবার সকাল ১০টায় খবর পেয়ে ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।