█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
জনাব মোঃ মোজাম্মেল হক, পিপিএম অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নির্দেশে অদ্য ০৪/০১/২০২১ খ্রিঃ ১০.১৫ ঘটিকার সময় এসআই/বিনোদ দস্তিদার, এএসআই/ওয়াহি উল্লাহ, এএসআই/মোঃ আলামিন খান সঙ্গীয় ফোর্স সহ বুড়িচং থানাধীন কালিকাপুর সাকিনস্থ জনৈক হোসেনের স-মিলের সামনে কুমিল্লা টু বাগড়া রাস্তা হইতে মাদক ব্যবসায়ী ১. ছমলা প্রকাশ সমলা বেগম (৪০), পিতা- আঃ ছালাম, মাতা- রোকেয়া বেগম, স্বামী- নুরুল হক, গ্রাম- পানান (মধ্যপাড়া, আলী মাদ্রাসার পূর্ব পাশে, জাটিয়া ইউ.পি) , থানা- ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বর্তমান : গ্রাম- বায়েক (সিরাজ পুলিশের ভাড়াটিয়া, বায়েক হাইস্কুলের উত্তর পূর্ব কনারে) , থানা- কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ২. মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা- মৃত আঃ আলীম, মাতা- আলেয়া খাতুন গ্রাম- বায়েক (উত্তর পাড়া, বায়েক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাড়ী) , থানা- কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ৩. মোঃ শাহ আলম (২৬), পিতা- আঃ মালেক, মাতা- মৃত আমেনা খাতুন, গ্রাম- বায়েক (পূর্ব পাড়া, বায়েক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাড়ী) , থানা- কসবা, ব্রাহ্মণবাড়িয়াগণকে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।