█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
গতকাল ০৫জানুয়ারি কুমিল্লা জেলায় নতুন করে আরও ১০জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ০৭৭জনে।
আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ২৬২জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন ০৪ জন,বুড়িচং০২ জন, সদর দক্ষিণ ০১জন। চৌদ্দগ্রাম ০১ জন,ব্রাক্ষণপাড়া ০১ জন,মনোহরগন্জ ০১ জন।
আজকের রিপোর্টে ০৭ জন সুস্থ্য দেখানো হয়েছি।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ০৭জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৩৭০ জন করোনা রোগী।
গতকাল ০৫ জানুয়ারি বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৮ হাজার৮৭৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৮ হাজার ৪৩৪জনের। এর মধ্যে ৯ হাজার ০৭৭জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।