█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
জনগণের দেয়াতথ্যের ভিত্তিতে ছিনতাই প্রতিরোধ অভিযান কুখ্যাত ছিনতাইকারী মহারমসহ ১২ জন ছিনতাইকারী পুলিশের জালে।
পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন।
সম্মানিত এক কুমিল্লাবাসী এসপি মহোদয়কে শহরের কতিপয় স্থানে ছিনতাইয়ের তথ্য দিলে তিনি সংশ্লিষ্টদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মহানগরীকে ছিনতাইকারীমুক্ত করতে মহানগরের বিভিন্ন স্থানে পুলিশী অভিযান পরিচালিত হয়। অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে কোতয়ালী মডেল থানা পুলিশ দুই দিনে নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের মধ্যে কুখ্যাত মহারমও রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় চুরি ও ছিনতাই ঘটনায় মোট ০৮টি মামলা রয়েছে। ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক নিয়মিত দিনের বেলায় ০৬টি ও রাতের বেলায় ০৮টি পেট্রোল টিম থানা এলাকায় ডিউটিতে নিয়োজিত থাকবে।