█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
- মঙ্গলবার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর স্যারের নির্দেশনায় এবং সিটি করপোরেশনের কারিগরি সহায়তায় নগরীর ব্যস্ততম টমছম ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ ও আনসারের সদস্যরা সহায়তা করেছেন।
এ সময় ফুটপাতের ওপর নির্মিত ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীর সকল ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গত প্রায় এক মাস ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।