█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি//
কুমিল্লার হোমনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ ফজলুল করিম’র নেতৃত্বে গোপন সংবাদ’র ভিত্তিতে বুধবার বিকাল ৪:১৫মিনিটে হোমনা পৌর এলাকার মৃত: ইমান আলীর বাড়ির পলাতক খোকন মিয়া(২৯)’র পরিবারস্থ বাড়ির উঠান থেকে ০৩(তিন)টি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
হোমনা সার্কেল মোঃ ফজলুল করিম বলেন- গোপন সংবাদ পেয়ে আমরা খোকন মিয়ার বাড়িতে গিয়ে দেখতে পাই তার উঠানে ৩টি তাজা গাঁজার গাছ তবে বাড়িত কাউকে পাওয়া যায়নি, পুলিশি সৃত্রে জানা যায় খোকন মিয়া ঐ গাছগুলি থেকে গাঁজা কেটে-কেটে গোপনে বিক্রি করে আসছিল।খোকন মিয়া পেশায় পল্লি বিদুৎ লাইনে গাছ কাটার সাথে সংযোক্ত ছিল তবে নিয়োগপাপ্ত ছিল না।
থানা অফিসার ইনসার্চ (তদন্ত)
মোঃ আমিনুর রসুল সন্ধা ৭:২০ মিনিটে জানান গাঁজার গাছগুলি থানায় নিয়ে আসা হয়, তবে মামলা প্রক্রিয়াধীন।