█▒▒▒ ম্যাক নিউজ ডেক্স ▒▒▒█

কেজিএফ : চ্যাপ্টার ২’ সিনেমার একটি দৃশ্যে রকিং স্টার ইয়াশ।।

নতুন বছরে মুক্তি পাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ : ২’। সিনেমাটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। পরিচালক ঘোষণা দিয়েছিলেন শুক্রবার ৮ জানুয়ারি সকালে অভিনেতা ইয়াশের জন্মদিন উপলক্ষে রিলিজ করা হবে সিনেমাটির টিজার।

কিন্তু তা না করে নির্ধারিত সময়ের আগেই ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কেজিএফ : চ্যাপ্টার ২ সিনেমার টিজার প্রকাশ করা হলো। ভক্তদের চাহিদা মেটাতে চমক হিসেবে আগেই এই ছবির টিজারটি অবমুক্ত করা হলো।

বৃহস্পতিবার রাত ১০টায় হাম্বল ফিল্মসের টুইটার অ্যাকাউন্টে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ টিজার প্রকাশ করা হয়।

টুইটারে টিজারের লিংক যুক্ত করে লেখা হয়, ‘একবার একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে! রকিং স্টার ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা।’

সুপারস্টার ইয়াশ আর বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত যুগলবন্ধী হয়েছেন এ সিনেমায়। প্রথম পর্ব ‘কেজিএফ-১’ এর ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্বও যে বেশ বড় ধামাকাই সৃষ্টি করবে তার ইঙ্গিত অবশ্য দিয়ে রেখেছেন সিনেমাবোদ্ধারা।

২০১৮ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল গ্যাংস্টারদের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এর ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। জানালেন আরও বড় ধামাকা আসছে শিগগিরই। তার ভাষায়, কেজিএফ : ২ শুধু ভারত নয়, পুরো বিশ্ব কাঁপাবে।

মহামারি করোনার কারণে বন্ধ ছিল সিনেমাটির শুটিং। ফের গত বছরের অক্টোবর থেকে শুরু হয়েছিল ছবির দৃশ্যধারণের কাজ। করোনায় দীর্ঘ বিরতির পর হায়দরাবাদে পুরো সিনেমার শুটিং প্যাকআপ করেছেন পরিচালক প্রশান্ত নীল।

প্রথম পর্বে ইয়াশের দুর্দান্ত অভিনয়ে মেতেছে ভারতসহ পুরো বিশ্ব। পাশাপাশি বক্স অফিসেও গড়েছে রেকর্ড। ছবির প্রথম পর্বে দেখা যায় নায়কের হাতে ভিলেনের মৃত্যু হয়। কিন্তু তারপরও দর্শকদের মনে প্রশ্ন থেকে যায়। ধারণা করা হচ্ছে, এসব প্রশ্নের জবাব দিতেই নির্মিত হয়েছে চ্যাপ্টার টু।

দুই পর্বে বিস্তৃত এ সিনেমায় দেখানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ানক গ্যাং রকির জীবনকাহিনী। রকি চরিত্রে অভিনয় করছেন ইয়াশ। অল্প বয়সে মাকে হারিয়ে এক প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে রকি। সমাজে বিদ্যমান সিস্টেমের ফলে রকি হয়ে ওঠেন গ্যাংস্টার বা সন্ত্রাসী। অন্যান্য গ্যাংস্টারদের সঙ্গে তার দ্বন্দ্বসহ নানান বিষয় ফুটে উঠেছে সিনেমায়।

ইয়াশের রকি চরিত্রের বিপরীতে অধীরা চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। অধীরা নিজেও একজন গ্যাংস্টার। এই চরিত্রে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক ইতোমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করেছেন তার এই লুকের।

কেজিএফ-২ সিনেমায় এমন  ‍লুকেই দেখা যাবে সঞ্জুকে। ছবি: সংগৃহীত

ফুসফুস ক্যানসারে আক্রান্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। কঠিন এই রোগে আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেকে ধারণা করছিলেন হয়তোবা ‘কেজিএফ-২’ সিনেমায় দেখা যাবে না সঞ্জয়কে। কিন্তু সবাইকে অবাক করে নিজেই করলেন শুটিংয়ের সকল কাজ।

তার শক্তি এবং মনোবল দেখে অবাক বনে গিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। অভিনতা ইয়াশের ভাষ্যমতে, সঞ্জয় দত্তের মতো এতটা আত্মবিশ্বাস এবং কাজপাগল মানুষ তিনি খুব কমই দেখেছেন। তার সব থেকে বড় গুণ তিনি কখনো হতাশ হন না।

ইয়াশ-সঞ্জয় ছাড়াও সিনেমাটিতে রয়েছে আরও অনেক পরিচিত মুখ। যেমন- রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। এখন সিনেমাপ্রেমীরা অপেক্ষায় বছরের সবচেয়ে বড় এবং প্রথম চমকের জন্য। টিজারের পর আসছে অফিসিয়াল ট্রেইলার। এরপরই মুক্তি পাবে কাঙ্ক্ষিত সেই সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার ২’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *