█▒▒▒ ম্যাক নিউজ ডেক্স ▒▒▒█
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে খুলনায় মানববন্ধন করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, ‘জনসমর্থনহীন সরকারের শাসনামলে জনগণের দুর্ভোগ আর যন্ত্রণা বহু পূর্বেই মাত্রা ছাড়িয়েছে। আমনের ভরা মৌসুমে চালের দাম সাধারণ ক্রেতার নাগালের বাহিরে। গত কয়েক মাস ধরেই চালের বাজার অস্থিতিশীল। অথচ সরকার নির্বিকার। কিছুদিন পূর্ব পর্যন্ত পেঁয়াজের ঝাঝে নাকাল মানুষ এখন ভোজ্য তেলের বাজারের উত্তাপে পুড়ছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, ততক্ষণ জনদুর্ভোগ লাঘব হওয়ার কোন কারণ নেই। জনগণের যাবতীয় সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি জনরায়ের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার। দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে বিদ্যমান মহাসংকট থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায়।’
সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজির উদ্দিন আহমেদ নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ।
সভায় উপস্থিত ছিলেন- শেখ মোশারফ হোসেন, রেহেনা ঈসা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, ইমতিয়াজ উদ্দিন লাভলু, শামসুজ্জামান চঞ্চল, আবু সাইদ শেখ, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম, শেখ ইমাম হোসেন, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, আব্দুল মজিদ মাস্টার ও শাহাবুদ্দিন মন্টু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, জাহিদ কামাল টিটো, নাসির খান, আব্দুল জব্বার, ওহেদুর রহমান দীপু, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, মেহেদী হাসান সোহাগ, মোল্যা ফরিদ আহমেদ, কবির মোল্যা, মোহাম্মদ আলি, আব্দুল আলিম, রিয়াজুর রহমান, বাচ্চু মীর, কাজী মাহমুদ আলি, সিরাজুল ইসলাম লিটন প্রমুখ।