█▒▒▒ ম্যাক নিউজ ▒▒▒█
কুমিল্লা বিমান বন্দরের কথা তো সবাই জানেন। কিন্তু কুমিল্লা শহরের নামে বোয়িং বিমানেরও নাম ছিলো তা কি জানেন? সেই বিমানটি আবার ১৯৭১ সালে প্যারিসে ছিনতাই করেছিলেন ফরাসী এক সাহসী যুবক। ছিনতাইয়ের কারণ ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। বিশ্বব্যাপী সে দিন প্রচারিত হয়েছিল কুমিল্লা শহরের নাম।