[ম্যাক নিউজ]
গ্যাস চালিত সকল যানবাহনে ব্যবহারিত সিলিন্ডার পরিক্ষা নিরিক্ষার “সার্টিফিকেট” ব্যতীত ব্যবহার আইনত দন্ডনী অপরাধ মর্মে প্রজ্ঞাপন জারী করা বিশেষ প্রয়োজন। তা নিরিক্ষার জন্য ভ্রাম্যমান আদালত গঠন পূর্বক তার বিহিত ব্যবস্থা করা আতিব জরুরী বলে মনে করছে জনসাধারণ।
কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা জানা যায়, দগ্ধ হয়ে তিন জন মহিলাসহ ৫ জন হাসপাতালে ভর্তি আছে। তারা সবাই শঙ্কামুক্ত। গুরুতর দগ্ধ হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজ্জম।