[ ম্যাক নিউজ ]
নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
গতকাল ১০ জানুয়ারি কুমিল্লা জেলায় নতুন করে আরও ০৩জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৩জনে।
আজকের রিপোর্টে একজন মৃত্য দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ২৬৭জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন ০৩জন।
আজকের রিপোর্টে ০৭ জন সুস্থ্য দেখানো হয়েছি।আজকের সুস্থ্য সিটি কর্পোরেশন ০৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৪০৭জন করোনা রোগী।
গতকাল ১০ জানুয়ারি বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৯ হাজার৬১৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৯ হাজার২২০জনের। এর মধ্যে ৯ হাজার ১৩৩জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।