[ ম্যাক নিউজ ]
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় মিন্টু নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মিন্টুর বাড়ি বিশাল জেলায় বলে জানা গেছে।
আজ ১৪ জানুয়ারি সকাল ১১ টায় বরুড়ার অফিস পাড়ার জহির ভিলায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় মিন্টুর বড় ভাই সস্ত্রীক জহির ভিলার তৃতীয় তলায় বাসা ভাড়া নেন। তার বড় ভাই বরুড়া বাজারের লেবার হিসেবে এবং স্ত্রী কুমিল্লা ইপিজেডে চাকরি করে।
গত মাসে মিন্টু সস্ত্রীক বড় ভাইয়ের বাসায় ওঠে। মিন্টুর বাড়িতে অনেক টাকা ঋণ ছিল বলে জানা যায়। তার নিয়মিত কাজ না করা এবং ঋণ থাকায় বড় ভাই তাকে গতকাল রাত্রে বকাবকি করে।
এই অভিমানে মিন্টু ও তার স্ত্রী গতকাল রাত্রে খাওয়া খাইনি। সকাল বেলা বড় ভাই কাজে এবং স্ত্রী ইপিজেডে কর্মস্থলে চলে যায়। এ অবস্থায় মিন্টু এবং তার স্ত্রীই বাসায় ছিল।
আজ সকালে মিন্টু স্ত্রীর কাছে ভাত খেতে চাইলে স্ত্রী রাগ করে নিজে খাওয়ার কথা বলে পাশের রুমে ঘুমিয়ে পড়ে। এরই মাঝে কোন এক সময় মিন্টু নিজের লুঙ্গি গলায় লাগিয়ে ও তার স্ত্রীর ওড়না পরে বাসার পাখার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।