[ ম্যাক নিউজ ]

কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে প্রথম ব্যবহার হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম। ইভিএম নিয়ে ভোটারদের মাঝে নানা বিড়ম্বনার অভিযোগ পাওয়া গেছে। প্রিজাইজিং অফিসাররা বলছেন, ভোটার ও ভোট গ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। প্রায় প্রতিটি ভোট গ্রহণে ৪/৫ মিনিট চলে যায়।
সরেজমিনে বড় গোবিন্দপুর কেন্দ্র ও চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বিশ্বাস ভোট কেন্দ্রের বাইরে নৌকা ও জগ প্রতীকের প্রার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বিশ্বাস কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মো. আতিক উল্লাহ জানান,
এ কেন্দ্রে পুরুষ ৯৯০, মহিলা ১০৩৫ নারী ভোটার রয়েছে। ছয়টি কক্ষে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২০৬টি ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোট গ্রহণে অনেক সময় চলে যায়।

চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ফিরোজা খাতুন অভিযোগ করেন, আমার বয়স ৭২ বছর। দাঁড়িয়ে থাকতে পারি না। সকাল ৭টায় লাইনে দাড়াইছি।এখন ১০টায়ও ভোট দিতে পারছি না।

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, এখন পর্যন্ত কোন কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাইনি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এ অঞ্চলে এটিই প্রথম। ফলে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *