[ ম্যাক নিউজ ]
কুমিল্লায় প্রাইভেটকারে করে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ মো: আরমান (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২।
আজ (১৮ জানুয়ারি) সকালে চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ি মো: আরমান কুমিল্লার কালিকাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।