[ ম্যাক নিউজ ]

অফিসার ইনচার্জ ব্রাহ্মণপাড়া থানার দিক নির্দেশনায় ১৬/০১/২০২১ইং তারিখ এসআই(নিরস্ত্র)/মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র)/মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ ধৃত আসামী মনিরুল ইসলাম @ আপন(২২), পিতা-মোঃ সাব মিয়া, মাতা-পেয়ারা বেগম, সাং-আনন্দপুর(কবিরাজ বাড়ী), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে অত্র ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া থানাধীন ০১নং মাধবপুর ইউপিস্থ মীরপুর সাকিনস্থ মীরপুর মোড় হতে ৫০০ গজ পূর্ব পাশে মীরপুর টু ব্রাহ্মণপাড়া গামী পাকা রাস্তার উপর হইতে ০২ কেজি গাঁজা সহ আটক করা হয় এবং এসআই(নিরস্ত্র)/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র)/নুরুল আমীন সঙ্গীয় ফোর্স সহ ধৃত আসামী আবুল হাসেম(৫৯), পিতা-মৃত আঃ মজিদ, সাং-বেগমাবাদ(শশীদল), থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা’কে অত্র ব্রাহ্মণপাড়া থানাধীন ০৩নং চান্দলা ইউপিস্থ বড়ধুশিয়া বায়তুল্লা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।পরবর্তীতে ১৭/০১/২০২১ইং তারিখ এসআই(নিরস্ত্র)/জীবন কৃষ্ণ মজুমদার সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র)/মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামী মোঃ খোরশেদ আলম @ বোবা খোরশেদ(৪৭), পিতা-মোঃ আলী হোসেন, সাং-উত্তর তেতাভূমি(ইমরান ব্রীক ফিল্ড সংলগ্ন), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা এর মাদকদ্রব্য গাঁজা অত্র ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের সেনের বাজার সাকিনের ইমন টেলিকম এর পিছনে রাস্তার উপর ফেলে যাওয়া ১৮ (আঠার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক/পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *