[ ম্যাক রানা ]
আমাদের দেশে মোটরসাইকেল দূর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে স্পিড ব্রেকার, দেশের বেশি ভাগ স্পিড ব্রেকার গুলো রঙ করা থাকে না ফলে রাইডাররা দূর থেকে সেটি দেখতে পায় না, যদি কোটি টাকা দিয়ে রাস্তা বানিয়ে স্পিড ব্রেকার গুলো চিহ্নিত করা না হয় তাহলে লাভ কি, এভাবেই চলতে থাকবে আর ঝড়ে যাবে প্রতিদিন অনেক তাজা প্রান।