[ ম্যাক নিউজ ডেস্ক ]

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ,


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলায় ক্ষমা চেয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে একটি সংবাদমাধ্যমকে তিনি তার কথার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে সোমবার একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায়ও একরামুল করিম চৌধুরী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার মাকে নিয়ে গালাগাল করায়, অশ্লীল ভাষা ব্যবহার করায় আমি অভিমান করে কাদের ভাইকে (ওবায়দুল কাদের) উদ্দেশ করে বলেছিলাম, উনি ভাইকে সামলাতে পারেন না…। আমি এ জন্য দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি নিয়ে আমি আর ঘাঁটাঘাঁটি করতে চাই না।’

তবে ওই টিভি অনুষ্ঠানে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার চিকিৎসার কথা উল্লেখ করেছিলেন সাংসদ। এর প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে কাদের মির্জা বলেন, ‘উনি (একরাম চৌধুরী) আমাকে চিকিৎসা নিতে বলেছেন। দেশবাসী উনার লাইভটা তো দেখেছে, এখন ওনার চিকিৎসা নেওয়া দরকার না আমার চিকিৎসা নেওয়া দরকার?’

সেতুমন্ত্রীর ছোট ভাই আরও বলেন, ‘উনি প্রথমে লাইভে এসে বললেন, ওবায়দুল কাদের রাজাকার পরিবারের সন্তান। আবার ওই বক্তব্য প্রত্যাহার করে বললেন, ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা, আবদুল কাদের মির্জার পরিবার রাজাকার পরিবার। আমাদের পরিবার দুইটা নাকি? এখন আপনার বিবেচনা করেন, কার চিকিৎসা করা দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *