[ ম্যাক নিউজ ]


কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে বুধবার ( ২৭ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে শুরু হল আনুষ্ঠানিক প্রচার ।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইনকে নৌকা প্রতীক , বিএনপি মনোনীত পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিমকে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবু মুছার হাতে নারিকেল গাছ প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান।
এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জনের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *