[ ম্যাক নিউজ ]
চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় কুমিল্লা থেকে ৯০টি বিপন্ন প্রজাতির সিন্ধু কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কুমিল্লা ধর্মসাগর দিঘী ও জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুরে রোববার বেলা আড়াইটার দিকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
সামাজিক বন বিভাগ কুমিল্লা বিভাগীয় কর্মকর্তা নুরুল করিম জানান, গোপন সংবাদে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মসহাসড়কের পাশে অবস্থিত টাইম স্কয়ার নামক রেস্টুরেন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টাইম স্কয়ার রেস্টুরেন্টে একটি বাস যাত্রা বিরতি দেয়। পরে বাসের ব্যাগ রাখার জায়গায় তল্লাশি করে তিনটি বস্তায় রাখা ৯০টি সিন্ধু কচ্ছপ উদ্ধার করা হয়। কিন্তু বাস তল্লাশির সময় পাচারকারীরা পালিয়ে যায়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘কচ্ছপের খোলস দিয়ে ঔষধ তৈরি ও উচ্চ দামে মাংস বিক্রির কারণে সিন্ধু প্রজাতির কচ্ছপ এখন বিলুপ্তির পথে। প্রাকৃতিক ঝাড়ুদার এই কচ্ছপ এখন খুব একটা দেখা যায় না