[ ম্যাক নিউজ ]


কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে (৫৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় আক্তার হোসেন হত্যামামলায় প্রধান আসামী কাউন্সিলর আলমগীর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আতাবুল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট আবদুল মোমেন ফেরদৌস। তিনি এই মামলার বাদী পক্ষের আইনজীবী। এই সময় আদালতে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো.জহিরুল ইসলাম সেলিম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল আলিম।
মামলার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ জুলাই শুক্রবার বেলা দুইটার দিকে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে শত শত মানুষের সামনে কাউন্সিলর আলমগীর হোসেন ও ভাইয়েরা আক্তার হোসেনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছিলো।
একদিন পর ব্যবসায়ী আক্তার হোসেনকে হত্যার ঘটনায় তার স্ত্রী রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা করেন। মামলায় আলমগীর হোসেনকে প্রধান করে ১০ জনকে আসামী করা হয়।
কাউন্সিলর আলমগীর হোসেন কুমিল্লা মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আক্তার হোসেনকে হত্যায় ঘটনার পর আলমগীরকে কুমিল্লা মহানগর যুবলীগের ওই পদ থেকে বহিস্কার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি।

আক্তার হোসেন হত্যা মামলার পর আলমগীর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরমধ্যে তিনি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের জামিনে ছিলেন। বৃহস্পতিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে। এই মামলায় বাকী ৮ আসামী হাইকোর্টের স্থায়ী জামিনে রয়েছে। তবে মামলার ৯ নং আসামী কাউন্সিলর আলমগীরের ভাতিজা জোবায়ে পালাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *