[ ম্যাক নিউজ ]
কুমিল্লার সদর দক্ষিণ ও সদর এলাকা থেকে ৫ কেজি গাঁজা এবং ১৮০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ১৮ ফেব্রæয়ারি রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার বিশ্বরোড এবং সদরের দূর্গাপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজা ও ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ সুমন (২৪), সদর উপজেলার ধনপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মোঃ নূূর ইসলাম (৩০), ধর্মপুর এলাকার মৃত. নূর নবীর ছেলে মোঃ সোহাগ (২৪)। এ অভিযানে মোঃ সুমন ও নূূর ইসলামের কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং সোহাগের নিকট হতে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।