[ম্যাক নিউজ ]

রিপোর্ট :
সৌরভ মাহমুদ হারুন ।।

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ সাবিনা ইয়াছমিন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুধবার উপজেলার খাড়াতাইয়া গাজীপুর সৈনিক বেকারীসহ ভরাসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বেকারীর তৈরি পণ্যে ক্ষতিকারক উপাদান হাইড্রোজ ব্যবহার করার জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। এছাড়া ভরাসার বাজারে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার জন্য ৩ হাজার ও হোটেল অপরিচ্ছন্ন রাখার দায়ে ২ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সূত্রে জানা যায়-বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে হোটেলে খাবার পরিবেশন করার দায়ে উপজলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সুতরাং সকল ব্যবসায়ীদের এসব বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
ক্যাপশন
বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের অভিষান চালিয়ে জরিমানা আদায় করছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ সাবিনা ইয়াছমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *