[ ম্যাক নিউজ ডেক্স ]
কুমিল্লা নগরীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মুহাম্মদ আমিন (১৫) নামে এক কিশোরের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কিশোর কুমিল্লা মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার ছেলে। তার পরিবার কুমিল্লা নগরীর ঠাকুরগাপাড়া এলাকার পুরাতন কাস্টমস গোডাউনের সামনে নারী কাউন্সিলর উম্ম কুলসুমের গলির ভেতর একটি বাড়িতে ভাড়া থাকেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের পিছনে বিসিক এলাকার ভেতর এমপির মাঠে কিশোর মোহাম্মদ আমিনকে ছুরিকাঘাত করে মো. পারভেজ (২২) নামে এক অন্য এক কিশোর। পারভেজ কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বেসরকারি পলিটেকরিকেল ইনস্টিটিউট সংলগ্ন বাসিন্দা মো. শাহ আলমের ছেলে। ঘাতক পারভেজ কুমিল্লায় ফুডপান্ডায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে।
কোতয়ালী মডেল থানা পুলিশের এস আই সাধন কান্তি চৌধুরী জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আমরা সুরুতহাল সংগ্রহ করেছি। তার শরীরে দুই স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।