[ ম্যাক রানা ]


কুমিল্লা নগরীতে রং মিস্ত্রি মো: আমিন হোসেন হত্যায় জড়িত মূল ঘাতক পারভেজ এবং তার ফুফু নাজমা বেগমকে আটক করেছে থানা পুলিশ। হত্যায় ব্যবহার করা ছুরি জব্দ করেছে পুলিশ।
আজ (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত ৪ টায় কুমিল্লা রেলস্টেশন থেকে ঘাতক পারভেজকে এবং হত্যার ইন্ধনদাতা নাজমা বেগমকে গভীর রাতে তার বাড়ি থেকে আটক করা হয়।
ঘাতক পারভেজ নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলির মেনু খান কলোনীর শাহলম মিয়ার ছেলে এবং নাজমা বেগম একই এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী।
গত শুক্রবার সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার শেখ ফজিলাতুন্নেসা এমপি মাঠে একই এলাকার রং মিস্ত্রি মো: আমিন মিয়াকে ছুরিকাঘাত করে বখাটে পারভেজ এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মো: আমিন হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার মো: নোয়াব আলীর ছেলে। তারা বর্তমানে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলিতে বসবাস করছিলেন।
তবে স্থানীয় সূত্র আরো জানায়, খেলা নয় অন্য কারণে খুন হয়েছে আমিন । নিহত আমিনের বড় ভাই ইয়াছিন ঘাতক পারভেজের চাচাতো বোন নিপাকে বিয়ে করে। পারভেজের ফুফু নাজমা বেগমের সাথে আমিনের পরিবারের এ নিয়ে বেশ কোন্দল চলছিল। নিহত আমিনের বড় ভাই ইয়াছিনকে বেশ কয়েকবার মারধরও করে। ওয়ার্ড কাউন্সিলর দু পরিবারকে নিয়ে বেশ কয়েকবার সালিশ বসলেও স্থায়ী কোন সমাধান হয়নি। এসব কোন্দলের জেরেই আমিনকে হত্যা করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আমিনের ভাই ইয়াছিন বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক পারভেজ ও নাজমা গ্রেফতার হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *