[ ম্যাক নিউজ ডেস্ক ]


কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের এএফ এম তারেক মুন্সী ফেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট ও জাতীয় পার্টির নাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।
উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত। দেবিদ্বার উপজেলায় এবারের মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৫০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৮২০ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৬৮২ জন। ভোটাররা মোট ১১৪ টি ভোট কেন্দ্র স্থায়ী ও অস্থায়ীসহ ৭৭০ টি ভোট কক্ষ। আ.লীগ, বিএনপি , জাতীয় পার্টি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৪ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *