[ ম্যাক রানা ]
রিকশা ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে রিকশাচালকদের দাবি, তারা বেশি ভাড়া চান না। দূরত্ব বুঝে ভাড়া নেন। তারা জানান, দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকায় আগের চেয়ে আয় কম হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এখনকার চেয়ে আয় ভালো হবে বলে তাদের আশা।
ভাড়া বেশি চান কি-না জানতে চাইলে বাবুল মিয়া বলেন, ‘আমরা কখনোই ভাড়া বেশি চাই না। আর দিন দিন জিনিসের যে দাম বাড়ছে, আবার বেশি দূরত্বের জায়গা হলে সেভাবে আমরা ভাড়া চাই। এক বেলা রিকশা চালালে দুই-আড়াইশ টাকা হয়।’
কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় রিকশা চালান বাবুলমিয়ার মতো আরো অনেকেই তারা বলেন, ‘আগের থেকে তো ভালো আছি। লকডাউনের মাঝে খুব কষ্ট ছিল। এখন তো রিকশার ভাড়া মিটিয়ে যা থাকে তা দিয়ে বউ, ছেলে-মেয়ে নিয়ে মোটামুটি চলে যাচ্ছে।তবে যদি সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।তাহলে আমাদের আয় আরো কিছুটা বৃদ্ধি পেত।