[ম্যাক নিউজ ]
[ রিপোর্টঃ মাহফুজ নান্টু ]
কুমিল্লার গোমতী নদীতে ভেসে যাচ্ছিল একটি মাটির হাঁড়ি। ভেসে যাওয়া হাঁড়ি দেখে গোসলে নামা শিশুরা মজা করেই তীরে তুলে আনে। উপরে মোড়া দেয়া পাতিল ভেঙে ফেলে তারা। দেখতে পায় ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ।
গোমতীর টিক্কারচর এলাকার সিয়াম, শাওন ও রোহান নামে তিন শিশু জানায়, তারা দুপুর ১২টার দিকে এক নারী ও এক পুরুষকে নদীতে মাটির ওই হাঁড়ি ফেলতে দেখে। পরে তা ভেসে যাচ্ছিল। এমন সময় তারা হাঁড়িতে কী আছে দেখতে তা তুলে আনে পারে। তখন সেখানে এক মেয়ে নবজাতকের লাশ দেখতে পায়।
ঘটনা জানাজানি হলে মানুষ ভিড় করতে থাকে।
লাশটি পরে শিশু-কিশোররা নদীর চরে মাটিচাপা দেয়ার প্রস্তুতি নিতে শুরু করলে স্থানীয় মুরব্বিরা বাধা দেন। বিষয়টি পুলিশকে জানান তারা।
নবজাতকের লাশ পাওয়ার ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর(সার্কেল)
সোহান সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।