[ম্যাক রানা ]
কুমিল্লায় মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নগরীর স্টেশন রোড এলাকা থেকে আবাসিক হোটেল সবুজ রেস্ট হাউজ থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ ও মাদকদ্রব্য অধিদপ্তর কুমিল্লার উপ- পরিচালক জাকির হোসেন ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কোতয়ালী থানা এলাকার শুকরিয়ার ছেলে মনির ও একই এলাকার আলকাস মিয়ার ছেলে আব্দুল কাদের। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান স্যারের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলায় মাদক উদ্ধারে,মাদকদ্রব্য অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নগরীর স্টেশন রোড এলাকায় সবুজ গেস্ট হাউসে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে কোতোয়ালি থানাধীন এলাকার ওই মাদক কারবারি কে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। ইয়াবার পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত না করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।