[ম্যাক নিউজ ডেক্স]
কুমিল্লার লাকসাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক মাদকদ্রব্য ও দুটি মোটর সাইকেল উদ্ধার।বৃহস্পতিবার (১১মার্চ) দিনব্যাপী পৃথক ভাবে পুলিশের এই বিশেষ অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ,১৭ ক্যান বিয়ার,১ কেজি গাজা,৪৫ পিচ ইয়াবাসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ।মাদক বিক্রেতা হিসেবে ৬ যুবককেও আটক করা হয়েছে।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান,পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট থেকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে সাজ্জাদ হোসেন অনিক (২২),মোঃ রিয়াজ (২৮)নামে দুই যুবকে আটক করে।ওদের দুজনের বাড়ি শহরের গাজীমুড়া গ্রামে।
অন্যদিকে অপর আরেকটি টিমের অভিযানে শহরের পশ্চিমগাঁও সাহাপাড়ার জীবন সাহার বসতঘর থেকে বিদেশি মদ এবং গাঁজা বিক্রির প্রস্তুতিকালে শিমুল সাহা(২৭) পিতা-মৃত.বাবুলসাহা,উৎপল গোস্বামী (২৫) পিতা-মৃত.উত্তম গোস্বামী,এবং মো.রাসেল (২৯) পিতা-ইউসুফ আলী এবং চিত্ত দেবনাথের ছেলে সবুজ দেবনাথকে (২৫) আটক করে লাকসাম থানা হাজতে নিয়ে আসে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মুহিতুল ইসলাম বলেন,আমাদের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।লাকসামে কোন মাদক বিক্রেতার স্হান নেই।এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।লাকসাম থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে এবং তোফাজ্জল হোসেনের (ওসি তদন্ত) সার্বিক পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।