[ম্যাক নিউজ]
রিপোর্ট:নেকবর হোসেন।
কুমিল্লার বুড়িচং-এ গাছচাপা পড়ে মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন।
উপজেলার ইন্দ্রাবতী এলাকায় শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেনের বাড়ি পাশের এলাকা শিকারপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালসহ অন্য শ্রমিকরা পুকুর কাটার কাজ করছিলেন। কাজের বিরতিতে তারা পুকুর পারের একটি গাছের গোড়ার নিচে ভাত খেতে বসেন। গোড়াটি উপড়ে জামালের উপর এসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সামাদ মিয়া জানান, গাছটির আগেই কাটা ছিল। এর গোড়া থেকে মাটি কেটে নেয়ায় এটি আলগা হয়ে ছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গোমতী টাইমসকে জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।