[ম্যাক নিউজ ডেক্স]

মুন্নি হিজড়া এর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সাকিবুল ইসলাম অনিক এবং তার মা শাহিনা বেগমকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গতকাল রাতে লাকসাম থানা এলাকা থেকে গ্রেফতার করে। জানা যায় গত ৯/৩/২১ তারিখ দিবাগত রাতে পূর্ব আক্রোশের জের ধরে প্রধান আসামি শাকিব সহ কয়েকজন মিলে কৌশলে মুন্নি হিজরাকে মুড়াপাড়া রেললাইনের পাশে নিয়ে সুইচ গিয়ার দিয়া উপর্যুপরি ১৩(তের) টি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। ইতিপূর্বে কোতোয়ালি মডেল থানা পুলিশ উক্ত মামলার আরো চার জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গতকাল রাতে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহান সরকার পিপিএম এর সহযোগিতায় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে , এএসআই হান্নান আল মামুন ও এএসআই রুবেল মাহমুদ সহ চৌকস পুলিশ সদস্যরা তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে লাকসাম থানা এলাকা থেকে আত্নগোপনে থাকা উক্ত মামলার প্রধান আসামি সাকিবুল হাসান অনিক এবং তার মা শাহিনা বেগম কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত প্রধান আসামি তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফোজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। হত্যাকান্ডের সাথে জরিত থাকা পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *