[ ম্যাক নিউজ ]
রিপোর্টঃ নেকবর হোসেন।
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামে আজ ১৫ মার্চ সকাল ৮ টায় নুরু মেম্বারের বাড়ী আপন ভাতিজা শাহাজাহানের হাতে চাচী জামিলা খাতুন (৫০)খুন।
স্হানীয় সূত্রে জানা যায় তাদের পারিবারিক কলহের জের ধরে ভাতিজা শাহাজাহান (২৫) মোঃ মেজাম্মেল হকের সাথে ঝগড়া লাগায় জামিলা খাতুনের নাতিনকে এক পর্যায়ে পুতা নিয়ে ধাওয়া করে, সে প্রানে বাচঁতে টয়লেটে ডুকে পড়ে, এই কাজে জামিলা খাতুন বাধা প্রদান করায় সে ক্ষিপ্ত হয়ে পুতা দিয়ে চাচী জামিলা খাতুনকে এলোপাতড়ি মাথায় আগাত করায় জামিলা খাতুন ঘটনাস্হলে নিহত হন।
খুন হওয়া জামিলা খাতুন একই গ্রামের তোরাব আলীর স্ত্রী। আর খুনি শাহজাহান একই গ্রামের করিমের ছেলে।
এই বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন ঘাতক শাহাজাহান কে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।