[ম্যাক নিউজ]
রিপোর্টঃ ফারুক আজম।।
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ গতকাল বৃহস্পতিবার রাত ১১থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত পালপাড়া ব্রিজ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভেকু, ২টি ড্রামট্রাক জব্দ করা সহ ৪জনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেক কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাত শেষে ভোর আবারো শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোমতী চরের পালপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন কোতয়ালী মডেল থানা এবং জেলা পুলিশের সদস্যগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্ব অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম সরদার,আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার -ফয়সাল আহমেদ,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআবু সাঈদ, অমিত দত্ত ,জনি রায়।
গোমতীর চরের অবৈধ মাটিকাটা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহন কররছে জেলা প্রশাসন। নির্বিচারে কৃষি জমি ধ্বংস করে অবৈধ মাটিকাটা রোধে প্রতিদিন অভিযান চলবে বলেও জানায় কুমিল্লা জেলা প্রশাসন।
উল্লেখ্য গোমতী নদীর ছয়টি ঘাটের ইজারা জেলা প্রশাসন প্রদান করলে ও অবৈধভাবে শতাধিক ড্রেজারের মাধ্যমে বালুর পরিবর্তে ফসলী জমি কেটে সাবার করছে।এতদিন বিক্ষিপ্ত ভাবে অভিযান পরিচালনা করা হলেও গোমতীকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে নতুন করে আর কেহ যেন ফসলী জমি কাটতে না পারে সেদিকে কঠোর অবস্থান নিবে প্রশাসন।
এ বিষয়ে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, গোমতী নদী রক্ষা করতে এবং অবৈধভাবে ফসলী জমি কাটা রুখতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।