[ ম্যাক নিউজ ]

রিপোর্টঃনেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

গতকাল ২০ মার্চ কুমিল্লা জেলায় নতুন করে আরও ২০জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮২জনে।
আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ২৮১জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ০৯ জন,দাউদকান্দি ০২ জন,দেবিদ্বার ০১ জন,লাকসাম ০৩ জন,তিতাস ০২ জন,বরুড়া ০২ জন,সদর দক্ষিণ ০১ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ১০ দেখানো হয়ছি। কুমিল্লা সিটি ১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৯০০জন করোনা রোগী।
গতকাল ২০মার্চ বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৫হাজার ৪৭৪জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৫ হাজার ২৫৯জনের। এর মধ্যে ৯ হাজার ৪৮২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *