[ ম্যাক রানা ]
আবার করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কুমিল্লা জেলা পুলিশের করোনা প্রতিরোধ মঞ্চ।
রোববার সকালে পুলিশ লাইন্স থেকে র্যালিটি বের হয়ে নগরীর কান্দিরপাড়ে করোনা প্রতিরোধ মঞ্চে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আমির আলী চৌধুরী, নারী নেত্রী পাপড়ী বসুসহ আরো অনেকে।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, করোনা প্রতিরোধ মঞ্চ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে এবং সচেতনতামূলক মাইকিং অব্যাহত থাকবে।